Apan Desh | আপন দেশ

‘হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৮, ৭ ডিসেম্বর ২০২৪

‘হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’

ছাত্র-জনতার বিপ্লবে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন। ছাত্র-জনতার বিপ্লবে আহতদের দেখতে সেখানে গিয়েছিলেন রিজভী।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও ট্রাইব্যুনালে বিচার করা হবে। কোনো হুমকি-ধামকি দিয়ে এ বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না।

রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এ কারণে দেশটির রাজনীতিবিদসহ মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত মায়াকান্না করছে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে মিথ্যার বেড়াজালে। তারা হিংসা-প্রতিহিংসার জ্বালায় প্রতিনিয়ত পুড়ছে। তাদের কাছে বাংলাদেশের মানুষের কোনো মূল্য নেই। নিজেদের স্বার্থ রক্ষায় তারা শেখ হাসিনাকে দিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। হাইকমিশনে হামলা করে তারা হাসিনার জ্বালা মেটাচ্ছেন।

শেখ হাসিনাকে আগলে রাখতে গিয়ে ভারত রক্তপাত করেছে উল্লেখ করে রিজভী বলেন, হাসপাতালে না আসলে এটা বোঝা যায় না। যারা হাসিনাকে আশ্রয় দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের এসব দেখা উচিত।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়