Apan Desh | আপন দেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৩, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি

ছবি: সংগৃহীত

রফিকুল আলম মজনুকে আহবায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক ১৩ জন এবং সদস্য রয়েছেন ৪৬ জন।

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির যুগ্ম আহবায়করা হলেন, হারুনুর রশিদ হারুন, আ. ন. ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, এস. কে সেকান্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু ও মজিবুর রহমান মজু।

সদস্যগণ হলেন, ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে. এম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূইয়া নান্টু, সাইদ হাসান মিন্টু, উমর নবী বাবু, সাইফুল্লাহ খালেদ রাজন, ফজলে রুবায়েত পাপ্পু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, নাছরিন রশিদ পুতুল, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া (চেয়ারম্যান), মহিউদ্দিন চৌধুরী, হাজী নাজিম, আলমগীর হোসেন, রাইসুল হাসান হবি, হামিদুল হক, সফিউদ্দিন আহমেদ সেন্টু, হোসেন আলী, ইসমাইল তালুকদার খোকন, আনোয়ার হোসেন সরদার, আনোয়ারুল কবির, মামুন হোসেন, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মোফাজ্জল হোসেন, হাজী মোজাম্মেল হক, হাজী জাকির হোসেন, কাবিরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম, শামসুন নাহার, খাজা হাবীব, মোয়াজ্জেম হোসেন, উজ্জল মিয়া, নুরুল কাদের নাসিম, নাসিমুল গণি খান, মোজাম্মেল হক মজু, আকতার হোসেন ও মো. আলম মৃধা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়