Apan Desh | আপন দেশ

মহানগর দক্ষিণ বিএনপির নয়া কমিটিতে ওরা কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৮, ৮ ডিসেম্বর ২০২৪

মহানগর দক্ষিণ বিএনপির নয়া কমিটিতে ওরা কারা?

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুর রহমান ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজুর মাঝখানে মজিবুর রহমান মজু (গোলবৃত্তে)। ডানে বিএনপি নেত্রী পাপনের মা সৈয়দা নাখলু আক্তার। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড়যুগ ধরে আন্দোলনের মাঠে বিএনপি। লড়াই করছে এখনো। এরমধ্যে নেতানেত্রী প্লাস-মাইনাস হয়েছে। তবে শেখ হাসিনা সরকার পতনের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দফতরের মাধ্যমে ঘোষণা দিয়েছেন তার দলে নতুন করে কোনো যোগদান নয়। এর পরপরই পতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্গে শিবিরের সন্ধান মেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়।

দলের ভেতরে-বাইরের রাজনীতিবিদরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কদিন পরেই বিএনপিতে মিলছে উল্টোচিত্র। অতীতে যাদেরকে পতিত সরকারের দোসর হিসেবে আখ্যা দিচ্ছে সাধারণ মানুষ; সেসব নেতাদের দলে নিচ্ছে বিএনপি। শুধু তা-ই নয়, রীতিমতো দলীয় পদবীও উপহার দিচ্ছে। এ নিয়ে বিএনপির ভেতর-বাইরে বেশ উষ্মা দেখা দিয়েছে। 

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি। এর পাঁচমাস আগে রফিকুল ইসলাম মজনুকে আহবায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি দেয়া হয়েছিল। 

মজনু-তানভীর মিলে নানামুখি হিসাব-নিকেশ কষে তাদের তালিকায় যুক্ত করেছেন ৬১ জনকে। আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক ১৩ জন এবং সদস্য রয়েছেন ৪৬ জন। বিএনপির সহ দফতরর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি এ কমিটি অনুমোদন দিয়েছে।

কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, ১৩ যুগ্ম আহবায়কের মধ্যে মজিবুর রহমান মজু ১৩ নম্বর যুগ্ম আহবায়ক। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আফজালুর রহমান বাবুর সহচর। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজুর নেতৃত্বে বিএনপির কর্মসূচি ঠেকাতে দায়িত্ব পালন করেছেন। নানা কর্মসূচিতে দেখা গেছে মজিবুর রহমান মজুকে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের অনুষ্ঠান ও বিজয় নগর উপজেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে সৈয়দা নাখলু আক্তার। ছবি: সংগৃহীত।

কমিটির ৩১ নম্বর সদস্য নাদিয়া পাঠান পাপন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে বিষোদগার করেছেন। কটুক্তি করেছেন নানান ধরনের। এ অভিযোগে পাপনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তা ধুপে টেকেনি ছাত্রদলের শীর্ষ নেতারা। ২০২১ সালের সালাম-মজনু কমিটিতে মহানগর বিএনপির কমিটিতে পাপনকে সদস্যপদ দেয়া হয়। তবে তার দু;ঘণ্টা আগে প্রত্যাহার করা হয় বহিষ্কারাদেশ। 

আলোচিত পাপনের মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা কৃষক লীগ এবং জেলা পরিষদের সংরক্ষিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্নেহভাজন নেত্রী সৈয়দা নাখলু আক্তার। গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন এবং আনিসুল হক গ্রেফতারের পর নিজ এলাকা ছেড়ে ঢাকায় আসেন নাখলু। বিএনপি নেত্রী মেয়ে পাপনের বাসায় আশ্রয় নেন।
অন্যদিকে বিএনপির অসংখ্য ত্যাগী নেতা রয়েছেন যাদেরকে দলে গুরুত্বপূর্ণ তো দূরের কথা সদস্য পদেও স্থান দেয়া হয়নি। 

নাম প্রকাশ না করার শর্তে নতুন কমিটির একাধিক নেতা আপন দেশ-এর কাছে বলেন, আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের বিএনপিতে পুনর্বাসন করার ফলে দলের ভবিষ্যৎ অমঙ্গল বয়ে আনবে। এক নেতার অভিযোগ করেন, কমিটিতে অন্তর্ভুক্ত করার নামে আর্থিক লেনদেন হচ্ছে যে আওয়াজ উঠেছিল বাস্তবে তার সত্যতা মিলছে। খোঁজ নিলে মিলবে- মহানগর কমিটি গঠনে ইউনিট লেভেল থেকে সুবিধা নেয়া হয়েছে।  

বিতর্কিতদের বাদ দিতে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ দলের পরীক্ষিতদের মূল্যায়ন করবেন বলে আশা করছে বিএনপিসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। 

আপন দেশ/এবি/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়