Apan Desh | আপন দেশ

বিএনপির তিন সংগঠনের ‘লং মার্চ’ বুধবার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:০৪, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৮, ৯ ডিসেম্বর ২০২৪

বিএনপির তিন সংগঠনের ‘লং মার্চ’ বুধবার

ফাইল ছবি

ঢাকা থেকে আগরতলা অভিমুখে 'লং মার্চ' কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর এ কর্মসূচি করা হবে। বিএনপির তিন সংগঠন হল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার (৯ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এ কর্মসূচির ঘোষণা দেন। 

তিনি বলেন, ১১ ডিসেম্বর সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে। এ কর্মসূচি আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে। তিনি বাংলাদেশে সকল ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানান।

এ সময় মুন্না ভারতীয় হাইকমিশনে সম্প্রতি প্রদত্ত স্মারকলিপি সম্পর্কে বলেন,  ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার মিথ্যাচার ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে আমরা স্মারকলিপি দিয়েছি। 

তিনি আরও বলেন, ভারত শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এছাড়াও তিনি ভারতীয় প্রচার মাধ্যমের মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান। সকল মিডিয়া কর্মীদের আগামী লং মার্চে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার (৮ ডিসেম্বর) এ তিন সংগঠন বারিধারায় ভারতীয় দূতাবাসের দিকে প্রতিবাদী পদযাত্রা করে। পুলিশি বাধার পর স্মারকলিপি প্রদান করে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়