Apan Desh | আপন দেশ

‘পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫২, ১১ ডিসেম্বর ২০২৪

‘পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য না’

ছবি : সংগৃহীত

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লীর কাছে আত্মসমর্পণ করার জন্য না। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ কর্মসূচির আগেনয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিবো? আমরা পিন্ডির কাছে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো, ই রক্ত আমাদের নেই।

রুহুল কবির রিজভী বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা যেনে মনে রেখো তোমরা একজন ভয়ংকর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছি। আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ।

ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, তারা ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকার লোকরা নিজের কথায় চলুক। দিল্লীর কথা চলতে হবে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি,বিরত্ব এটা দিল্লীর শাসকরা বুঝতে পারেনি।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সকাল ৯ টায় লংমার্চ শুরু হয়। ভৈরব মোড় পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

আখাউড়ায় সমাবেশের মধ্যে দিয়ে লংমর্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।

একই ঘটনায় গত ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুরা গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারে গিয়ে স্মারকলিপির দেন। পরের দিন এ লং মার্স ঘোষণা করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়