Apan Desh | আপন দেশ

খুলনা-মেহেরপুর-মাগুড়ায় বিএনপির আংশিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৮, ১৩ ডিসেম্বর ২০২৪

খুলনা-মেহেরপুর-মাগুড়ায় বিএনপির আংশিক কমিটি

ছবি : সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা, মেহেরপুর ও মাগুড়ায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, খুলনা জেলায় মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাড. মোমরেজুল ইসলামের নাম রয়েছে।

জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।

এছাড়া আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক কিশোর, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহবায়ক পিকুল খাঁন ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়