
ফাইল ছবি
ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার কওমী মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে মাদ্রাসার শিক্ষার্থীদের কমপক্ষে গুরুত্বপূর্ণ দুটি পদে রাখার দাবি জানানো হয়েছে সভায়। জেলা কমিটি দিতে বিলম্ব হওয়ায় অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয় মতবিনিময় সভাতে।
এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, আহনাফ সাইদ, দফতর সেল সম্পাদক জাহিদ আহসান, দফতর সেল সদস্য মারজিউর রহমান ও সংশ্লিষ্ট জেলার কওমী শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।