
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও প্রত্যাশিত মাত্রার সংস্কার হলে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন সম্ভব হবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেয়া সম্ভব।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে। সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেয়া সম্ভব।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাই। আশা করি সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে।
উপদেষ্টাদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা আরও বলেন, রাজনৈতিক নেতাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায়।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে শুধু ধারণা নয়. দিন তারিখসহ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যপ তুলে ধরার দাবি করেন
এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, কেন্দ্রীয়সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।