Apan Desh | আপন দেশ

বোবা হয়ে আছেন পলক, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৪

বোবা হয়ে আছেন পলক, চাইলেন দোয়া

জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানিয়েছেন, বোবা হয়ে আছেন, কোনো কথা বলতে পারছেন না।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, ভালো আছেন আপনি? কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই, ইন্টারনেট আছে? এসময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি সাংবাদিকদের বলেন, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকলেই ভালো।

তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।

এর আগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ১৭ নভেম্বর জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল। 

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়