Apan Desh | আপন দেশ

ইসলামী সঙ্গীত শিল্পী-বক্তা আবু সাঈদকে নির্যাতনের বিচার করুন: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫৭, ১৯ ডিসেম্বর ২০২৪

ইসলামী সঙ্গীত শিল্পী-বক্তা আবু সাঈদকে নির্যাতনের বিচার করুন: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

আবু সাঈদ ও মোসাদ্দেক বিল্লাহ।

জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী ও বক্তা আবু সাঈদকে মাহফিলে যাওয়ার পথে তুলে নিয়ে নির্যাতন-অপহরণ চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে আলোচনাকালে তিনি এ দাবি জানান।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার পরিকল্পনার অংশ কিনা তা জনগণ জানতে চায়। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবিও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় নেতা মুফতী মোস্তফা কামাল প্রমুখ। 

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়