Apan Desh | আপন দেশ

সমমনা রাজনৈতি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৫, ২১ ডিসেম্বর ২০২৪

সমমনা রাজনৈতি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: আপন দেশ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বৈঠকে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টা থেকে গুলশানে বৈঠক শুরু হয়। প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়