Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্রদের দলের নাম এখনো ঠিক হয়নি: নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:০৯, ২১ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্রদের দলের নাম এখনো ঠিক হয়নি: নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি।

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির অনাগত রাজনৈতিক দল আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ দলের নামও প্রকাশ হয়েছে। তবে দলের নাম এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো যাচ্ছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়