Apan Desh | আপন দেশ

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সফরসঙ্গী যারা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:৩২, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০২, ২৫ ডিসেম্বর ২০২৪

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সফরসঙ্গী যারা

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীর তালিকা প্রকাশিত হয়েছে। 

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে ৭ চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডন যাবেন। সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম ও রুপা শিকদার। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন তার এ সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এ সফরে ভিআইপি প্রটোকল পাবেন বেগম খালেদা জিয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়