Apan Desh | আপন দেশ

সচিবালয়ে অগ্নিকাণ্ড উদ্বেগজনক: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ড উদ্বেগজনক: ন্যাপ

ফাইল ছবি

বাংলাদেশ সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডকে উদ্বেগজনক বলছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ন্যাপের শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে গভীর ষড়যন্ত্র। সরকারকে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন। 

তারা বলেন, সরকারী ছুটিতে অফিস বন্ধ, অফিসে নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকার পরও কিভাবে আগুন লাগল। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ ঘটনার প্রকৃত রহস্য জাতি দ্রুততম সময়ে জানতে চায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ভবনে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দপ্তর অবস্থিত। এর মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং এর অধীন অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

নেতৃদ্বয় আশঙ্কা প্রকাশ করেন, বিগত সরকারের প্রধান ও তার সহকর্মী-সহযোগীদের নথি চাওয়ার পরই সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে চিন্তিত করে তুলেছে। চারদিকের বিভিন্ন দুর্ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। যা কোন শুভ নয়।

তারা আরো বলেন, সচিবালয়ে গভীর রাতের অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা বা দূর্নীতির আলামত বা প্রমাণ নষ্ট করার প্রয়াস বলেই জনগণ বিশ্বাস করে।

নেতৃদ্বয় বলেন, বিগত সময়ের সবচাইতে দুর্নীতিগ্রস্থ এলজিআরডি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে বিগত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। অগ্নিকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে সে সকল আলামত ধ্বংস করা হয়েছে বলে জনমনে আশঙ্কা। এ ঘটনা থেকে সরকারকে শিক্ষা নিতে হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়