আটপুনিয়ায় এলাকায় নিহত নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমে কথা বলছেন রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে ঘাপটি মেরে আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের একটি অংশ। সে ষড়যন্ত্র রুখে দিতে জীবন দিয়েছে সোহানুর জামান নয়ন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও অর্থপাচার চাপা দেয়ার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটি। সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্রের মাধ্যমে সরকারের হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের তথ্য নষ্ট করা হয়েছে। এ ঘটনা একক কোনো দুর্ঘটনা নয়, বরং শেখ হাসিনা ও তার সহযোগীদের অপ্রকাশিত দুর্নীতির ব্যাপারে নানা তথ্য গোপন করতে এটি ঘটানো হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় নিহত নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্রসহ সবক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুর জামান নয়নের মত তরুণরা।
তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে। শেখ হাসিনার পাচার করা টাকার গুরুত্বপূর্ণ নথিগুলো ধ্বংস করার একটি অপচেষ্টা এটি।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে সে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা।
তিনি বলেন এটি তো একটিমাত্র ঘটনা পেয়েছে। এরকম অর্থ পাচারের আরও অনেক ঘটনা ধামাচাপা দিতেই সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। ফায়ার ফাইটার নয়ন সে ষড়যন্ত্রের অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ সময় নয়নের পরিবারের সদস্যদের চাকরি দেয়াসহ পুনর্বাসন করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়নের পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা করেন তিনি।
পরে বিএনপির এ নেতা পরিবারের সদস্যদের নিয়ে নিহত নয়নের কবর জিয়ারত করেন। এ সময়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।