ছবি: আপন দেশ
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, নতুন করে আমাদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে সামান্যতম ফাটল ধরলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে।
মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনভাবেই সফল হতে দেয়া যাবে না।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ ব্যাংক দখল, ঘাট, বাস টার্মিনাল দখল—এ ধরনের অবান্তর বিষয় নিয়ে আলোচনা করা ঠিক নয়। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।
মোস্তফা জামাল হায়দার বলেন, বিগত জুলাই-আগস্টের মহান সংগ্রাম এখনও ফুরিয়ে যায়নি। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো দেশের বিভিন্ন জায়গায় চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের একত্রিত হয়ে আন্দোলন করতে হবে।
তিনি বলেন, আজকের দিনে জুলাই-আগস্টের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য।
সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। এছাড়া সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।