Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা ইয়াহিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:২২, ৩১ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা ইয়াহিয়া আর নেই

বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। ফাইল ছবি

বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া আর নেই। ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

এর আগে বাসায় বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গুলশান বিএনপি চেয়ারপার্সন অফিস বাড়ির মালিক।

তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়