Apan Desh | আপন দেশ

সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ১ জানুয়ারি ২০২৫

সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মনে করে ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। যে সংকট তৈরি হয়েছে তার একমাত্র সমাধান নির্বাচন। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছে সে নেতাকে দূরে সরিয়ে রাখতে চাইছে চক্রান্তের মাধ্যমে। কোনোভাবে দেশের মানুষ তা হতে দেবে না। চক্রান্ত সফল হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস দেখে না। বিএনপি ৩১ দফার মাধ্যমে প্রমাণ করেছে তারা সংস্কার চায়। তাই সংস্কারের নামে গণতন্ত্রকে বিঘ্নিত করবে তা হতে দেয়া হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সাইবার ওয়ারের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করতে হবে। মিথ্যার জবাব দিতে হবে।

দেশে-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নেতাকর্মীদের মেধা-বুদ্ধি দিয়ে তার প্রতিরোধের পরামর্শ দেন মির্জা ফখরুল।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়