Apan Desh | আপন দেশ

‘দেশ জনতা পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ৪ জানুয়ারি ২০২৫

‘দেশ জনতা পার্টি’র আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করল ‘দেশ জনতা পার্টি’।

‘দেশ জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মো. নুর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি। প্রধান উপদেষ্টা হয়েছেন অ্যাডভোকেট ইকবাল কবির।

শনিবার (০৪ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। 

দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নুর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার গণতান্ত্রিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। 

তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি ২০১৬ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা ছিল দলটির মূল উদ্দেশ্য। 

দলটি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণমুক্ত; যেখানে পূর্ণ কর্মসংস্থান, পরিষ্কার জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা থাকবে। 

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশ জনতা পার্টি, সাম্প্রদায়িক বিভেদমুক্ত একটি মানবিক, নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। 

দলটি সংবিধানের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখার পাশাপাশি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে। কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সংবিধানগত, নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। 

দলটি ইউনিয়নভিত্তিক প্রশাসনিক উন্নয়ন, আইনের শাসন, এবং নির্বাচনি ক্ষমতায়ন বাস্তবায়নে কাজ করতে চায়। 

একটি ভারসাম্যপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ জনতা পার্টি আইনের শাসন, বাকস্বাধীনতা, সমতা এবং ভোটাধিকার সুরক্ষায় নিবেদিত। এটি শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে একটি অহিংস ও নিরাপদ বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়