Apan Desh | আপন দেশ

অপপ্রচারের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২৫

অপপ্রচারের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছালে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘অব্যাহত অপপ্রচার, চলবে না চলবে না’, ‘শিক্ষা শান্তি প্রগতি, শহীদ জিয়ার রাজনীতি’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। 

ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, কিছু কুচক্রী মহল, কিছু বাহিনী শুধু বাংলাদেশ জাতীয়বাদী দলের উপর দিয়ে নয়, তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়েও ষড়যন্ত্রের জাল বুনছে।  ছাত্রদল বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন। সে দলকে রুখে দেয়ার জন্য এমন কোনো শক্তি বাংলাদেশে মাটিতে জন্ম নেয়নি। 

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমি আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে একের পর এক মব কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। বিগত ২রা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেটের সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র স্বৈরাচারের দোসর, ১৯৭১ সালে পরাজিত শক্তি, ২৪ এর পরাজিত শক্তি মিলে এক প্রকার অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছাত্রদলের ভূমিকাকে ক্ষুন্ন করার জন্য রাতের আঁধারে একটি মব ক্রিয়েট করে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা কী দেখলাম আমাদের মাননীয় প্রক্টর মহোদয় তার বক্তব্যে বলেছেন, ঐদিন হেনস্তার মতো কোনো ঘটনা ঘটেনি।

গণেশ চন্দ্র রায় আরও বলেন, আমি ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়কে উদ্দেশ করে বলে দিতে চাই আপনারা যদি চান এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত ব্যক্ত করবে তাহলে ছত্রদল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি প্রিয় ভিসি ও প্রক্টর স্যার আপনারা মব ক্রিয়েটের সঙ্গে সরাসরি জড়িত। তাহলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি হুঁশিয়ারি জ্ঞাপন করছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি বিশ্বাস করি পাঁচ আগস্টের বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সংবাদপত্রের প্রতিটি ভাই এবং বোনেরা আমাদের সব সময় সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে প্রতিটা ক্যাম্পাসে আমরা এমনভাবে কার্যক্রম পরিচালনা করব যাতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের দেখে বাহবা দিতে বাধ্য হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশে একটি মুনাফেক, গোপন সংগঠন ছাত্রদলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। ছাত্রদলকে নিয়ে এভাবে অপপ্রচার চালালে, ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষু উপেক্ষা করতে ভয় পায় না। আগামীতে শিক্ষার্থীদের অধিকার গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ ও মানুষের ভোটের অধিকার নিশ্চিতে ছাত্রদল ভূমিকা পালন করবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের একক ইজারা কেউ দাবি করলে সেটা মেনে নেয়া হবে না। ১৯৭১-এর পরাজিত শক্তি ও ২০২৪-এর পরাজিত শক্তির মিলিত মব কালচারকে প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রাম চলবেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়