বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন
উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। সেখান থেকে সাবেক এ প্রধানমন্ত্রী সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।
তিনি জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ারওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, লন্ডনে লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হাসপাতাল আছে, সে হাসপাতালে উনাকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। উনারা খালেদা জিয়ায়কে পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপর উনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্তগ্রহণ করা হবে।
ডা. জাহেদ হোসেন বলেন, হাসপাতালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনার সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপি থেকে ২ জন এয়ারপোর্টে উনাকে রিসিভ করবেন। হাসপাতাল অথরিটি হাসপাতালে নিয়ে আসবেন। এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। ওখান থেকেই পরবর্তী চিকিৎসা কি ধরনের হবে রিভিউ করার পর বলা যাবে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।