বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশল বিনিময়।
চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বার্তা দিয়ে গেছেন।
দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। দেশের সব মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন। গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসক কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ৬ বছর আটক করে রাখা হয়৷ এ সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এ ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, দেশনেত্রী খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। চিকিৎসার জন্য আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আমাকে বলেছেন, আপনি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলবেন—দেশবাসী যেন আমার জন্য দোয়া করে।
কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের মানুষের ভালো থাকার কামনা করেছেন। গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।