Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ৮ জানুয়ারি ২০২৫

‘শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ’

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি দেশের জনগণ ভালোভাবে নেয়নি।

বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই বিপ্লবে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপরও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়ালো, এটা ভালোভাবে নেয়নি জনগণ।

তিনি আরও বলেন, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহিদদের নামে নামকরণের আহবান জানাচ্ছি।

গত সাড়ে ১৫ বছরে হওয়া গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যেই জানা গেল, তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়