ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে। আপাতত এখানেই চলবে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা।
বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ২ টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। এসময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অনেক নেতা-কর্মী উপস্থিত হন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।