Apan Desh | আপন দেশ

বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান-প্ল্যাকার্ড

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৪১, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৮, ৯ জানুয়ারি ২০২৫

বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান-প্ল্যাকার্ড

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের সভা। ছবি: আপন দেশ

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। এবার বিএনপির এক সভায় প্রকাশ্যে দেখা গেল জামায়াতবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‌‌‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এসময় আগত নেতাকর্মীদের ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা ইত্যাদি।

এসময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়