Apan Desh | আপন দেশ

বিএনপিতে যোগদানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৮, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৭, ৯ জানুয়ারি ২০২৫

বিএনপিতে যোগদানে নিষেধাজ্ঞা

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ, সহযোগী সংগঠনে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে সকল স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা অরাজনৈতিক ব্যক্তিকে যোগ দানের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দলের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো পর্যায়েই অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জায়গা দেয়া যাবে না। 

নির্দেশনায় আরও বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের কিছুসংখ্যক সদস্য বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ নেয়ার কৌশলে লিপ্ত রয়েছে।

এ নির্দেশনায় বলা হয়, সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি সংগঠনে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কয়েকজন নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যা সম্পূর্ণ প্রতারণামূলক। স্বৈরাচারের সহযোগী চক্র এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সাবধান থাকতে হবে।

বিএনপি পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ভুঁইফোড় সংগঠন অসাধু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দলের পক্ষ থেকে এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দলের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়