Apan Desh | আপন দেশ

‘কারাগারে খালেদা জিয়ার কী ধরনের চিকিৎসা হয়েছিল তদন্ত হওয়া উচিৎ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ১০ জানুয়ারি ২০২৫

‘কারাগারে খালেদা জিয়ার কী ধরনের চিকিৎসা হয়েছিল তদন্ত হওয়া উচিৎ’

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির অনেকে তাকে বহুবার বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছিল। তবে তিনি দেশের মানুষের পাশে থাকার জন্য বিদেশে যাননি।

শফিকুল আলম বলেন, জেলে থাকাকালীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছিল। এ সময় তাকে কী ধরনের চিকিৎসা দেয়া হয়েছে, তা তদন্ত করা উচিত।

এছাড়া তিনি উল্লেখ করেন, অনেক বছর পরে তিনি বিদেশে অবশেষে যেতে পেরেছেন চিকিৎসার জন্য। দীর্ঘ সাড়ে সাত বছর পর তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাতে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। 
প্রেস সচিব বলেন, আমরা  চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসুন।

ওই ঘটনাগুলো খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের উদ্বেগ এবং আশা আরও বাড়িয়ে দিয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়