Apan Desh | আপন দেশ

নাতনীদের সঙ্গে গল্পগুজবে সময় কাটাছে খালেদা জিয়ার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫০, ১১ জানুয়ারি ২০২৫

নাতনীদের সঙ্গে গল্পগুজবে সময় কাটাছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বর্তমানে সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকেরা। ভর্তি হবার পর যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট হাতে আসতে শুরু করেছে।

সবগুলো রিপোর্ট পেলে সেগুলো পর্যালোচনা করে শনিবার (১১ জানুয়ারি) হাসপাতালের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা শুরু করবেন। শুক্রবার (১০ জানুয়ারি) লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। শুক্রবার (১০ জানুয়ারি) নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, ইউরোপে বড় দিনের ছুটি মাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো ছুটিতে। ওনারাও আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী সুপারিশ করবেন।

তিনি বলেন, আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিক্যাল বোর্ডের সদস্যরাও আছেন। ওনারাও তাদের সঙ্গে বসে আলোচনা করে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ, আলোচনা ও পরামর্শ করছেন।

জাহিদ আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছের খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।

এদিকে যুক্তরাজ্য বিএনপির এক নেতা বলেন, দীর্ঘদিন পর নাতনীদের কাছে পাওয়ায় হাসপাতালের কেবিনে তাদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। পরিবারের সদস্যদের কাছে পাওয়ায় মানসিকভাবে আরও বেশি চাঙ্গা হয়েছেন তিনি।

তিনি বলেন, চেয়ারপারসনের বড় পুত্রবধু ডা. জুবাইদা রহমান, ছোট পুত্রবধু শর্মিলা রহমান শ্বাশুড়ীর জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছেন। পরিবারের সদস্যরা মিলে সে খাবার খাচ্ছেন। পাশাপাশি সবাই মিলে গল্প করছেন। সব মিলিয়ে ভালো সময় কাটছে চেয়ারপারসনের। 

উল্লেখ্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। ৮ জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। সেখান থেকে খালেদা জিয়াকে পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়