Apan Desh | আপন দেশ

বিএনপি এ বছরই নির্বাচন চায়: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৮, ১২ জানুয়ারি ২০২৫

বিএনপি এ বছরই নির্বাচন চায়: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অগণতান্ত্রিক সরকারের অধীন দেশ বেশিদিন চলতে পারে না। তাই এ বছরই নির্বাচন চায় বিএনপি। এর বিকল্প কিছু ভাবছে না দল।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি জানান, বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। সংস্কার প্রশ্নে যেগুলো একমত হবে সেগুলো করার পক্ষে মত দিয়েছে বিএনপি। বাকি সংস্কার নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছেন ইউ রাষ্ট্রদূত। জবাবে, অর্থনৈতিক ক্ষেত্রে এ সরকারের উদ্যোগের ধারাবাহিকতা বিএনপি ধরে রাখার আশ্বাস দেন নেতারা। আগামীতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে বিনিয়োগকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়