Apan Desh | আপন দেশ

অন্যের সহায়তা ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫

অন্যের সহায়তা ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জেড এম জাহিদ হোসেন

যুক্তরাজ্যের বিখ্যাত ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন।

লন্ডনের স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) হাসপাতালের সামনে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এসময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। তিনি অন্যের সহায়তা ছাড়াই হাঁটতেও পেরেছেন। 

এনামুল হক চৌধুরী আরও বলেন, হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন। জানতে চেয়েছেন, বর্তমান অবস্থা কী?

উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ নেয়া হয়। এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। তবে সোমবার (১৩ জানুয়ারি) বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও জানান, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এ বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই দ্য লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেয়া হয়েছে। গতকালের চেয়ে তার অবস্থা স্ট্যাবল ছিল।

অন্যান্য দিনের মতো এদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে যান। গতকালও বাসায় রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া। খাবার নিয়ে হাসপাতালে প্রবেশের সময় তারেক রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সবাই সবার জন্য দোয়া করবেন।

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন। তারা জানান, সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে প্রায় মধ্যরাতে স্ত্রী ড. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান।

এদিকে, ব্রিফিংকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহমে‌দ বলেন, খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি কামনায় যুক্তরাজ্য বিএন‌পির সব ইউনিটকে স্ব স্ব এলাকার মস‌জিদে দোয়া মাহ‌ফিল আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়