Apan Desh | আপন দেশ

শুক্রবারে খালেদা জিয়ার রিপোর্ট পাওয়া যাবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৯:২৪, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৩১, ১৪ জানুয়ারি ২০২৫

শুক্রবারে খালেদা জিয়ার রিপোর্ট পাওয়া যাবে: ডা. জাহিদ

খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট শুক্রবার (১৭ জানুয়ারি) পাওয়া যাবে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় লন্ডনের একটি হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চলছে ভিডিও থেরাপি। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যে রয়েছেন।

 ডা. জাহিদ হোসেন বলেন,  লন্ডন ক্লিনিকে চিকিৎসধীন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সে বিষয়েই এখন আলোচনা চলছে।
  
বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ‍্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
  
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়