বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ভোটার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে সম্ভব হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। কেননা এতে জাতীয় নির্বাচনের সময় আরও পিছিয়ে যাবে।
সোমবার রাতে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠকটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।
বিএনপি মহাসচিব স্থানীয় নির্বাচনের ব্যাপারে মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি। আরও করব। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেব। তারপর কিছু বলা যাবে।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের থেকে বেটার আছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।