Apan Desh | আপন দেশ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 

সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত

ছবি : আপন দেশ

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হবে। এ বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই দলটি অংশগ্রহণ করবে কিনা তা জানতে অপেক্ষা বাড়ছে।

অন্য আরেক সুত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে যোগ দিবেন। এছাড়া জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। গুরুত্বপূর্ণ এ বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে ঘোষণাপত্রটি দেয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সব দলকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়