
সালাউদ্দিন আহমেদ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত্যে পৌছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে সরকার। ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে যোগ দেবেন দলটির স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাতে প্রকাশ করবেন দলীয় ভাবনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে মাঠে-ময়দানে বিএনপি দাবি করেছে পাঠ্যপুস্তেকে শহীদ প্রেসিডেন্টকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিএনপি ৭২’র সংবিধান বাতিলের পক্ষে নয়। ৭১-কে ২৪-এর মোড়কে ঢেকে ফেলার অপচেষ্টা করছে একটি সংগঠন-এমন অভিযোগও উঠেছে দলটিতে।
দলীয়সূত্র বলছে, বিএনপি আজকের বৈঠকে তাদের তুলে ধরবে। রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির তরফ থেকে যে ৩১ দফা ঘোষণা করা হয়েছে তাতে যোগ-বিয়োগ করা হতে পারে। তবে তানোভাবেই মহানমুক্তিযুদ্ধ, ৯০’র গণআন্দোলনসহ মানুষের অধিকার আদায়ের অতীত আন্দোলনের ভূমিকাকে খাটো করে নয়।
বিস্তারিত আসছে...
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।