
ফাইল ছবি
সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।