সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।
দলে ফিরেছেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হওয়ার আটমাস পর পদ ফিরে পেয়েছেন। বুধবার (২২জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে ২২জানুয়ারী নির্দেশক্রমে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তার দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এ সিন্ধান্ত অবিলম্বে কার্যক্রম হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে দলের পক্ষ থেকে জানানো হয়। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য তাকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২০২৪ সালের ১৮ মে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। দীর্ঘ চার দশকেরও অধিক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সহ-সভাপতি, নগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।