
ফাইল ছবি
১৬ বছর ধরে স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের পর গত বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির অধিকাংশ নেতা-কর্মীরা। অনেকে গ্রেফতার হয়ে রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। ইতিপুর্বে একবার মাঠে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। নতুন করে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি।
প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ফেব্রুয়ারিতে মাঠে নামবে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ১ ফেব্রুয়ারি থেকেই মাঠে থাকবে দলটি। আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল করবে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং ‘প্রহসনমূলক’ বিচার বন্ধেরও দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে। তখন থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মীকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
টানা দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জুলাই অভুত্থানে হত্যা-নিপীড়নের অভিযোগের একাধিক মামলাও হয়েছে। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক অথবা কারাগারে রয়েছেন। এ পরিস্থিতিতে এর আগে গত ১০ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ।
তবে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তুলতে দেশের বাইরে বসেও দলের অনেকে চেষ্টা করে যাচ্ছেন, যা সোশাল মিডিয়ায় তাদের প্রচারণা থেকে বোঝা যায়।
এর মধ্যে মঙ্গলবার হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।