
অলিউর রহমান
জাকিয়া বেগম টিয়ার কাছে চাঁদা চাওয়া পটুয়াখালীর দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। অলিউর রহমান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের ছোট ছেলে।
অপরদিকে দলের বিভিন্ন নেতার নামে একাধিকবার চাঁদা দাবির বিষয়ে অভিযোগ উঠলেও কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় দুমকি উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন গুটিকয়েক চাঁদাবাজদের জন্য পুরো দায় দলকে নিতে হয়। তাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তসাপেক্ষ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছেন এসব নেতাকর্মীরা।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দফতর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মো. মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকি উপজেলা শাখার সদস্য মো. অলিউর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাকিয়া বেগম টিয়া নামক এক নারীর কাছে মো. অলিউর রহমান চাঁদা চেয়েছেন। বলেছেন, ‘পোলাপান আছে বোঝেন না? পাঁচ লাখ তো চাইছি, দুই লাখ দিয়েন’। এমন ফোন রেকর্ড ভাইরাল হলে দুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।