
ছবি: আপন দেশ
রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের উত্তরা পশ্চিম অঞ্চলের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদ, জুলাই আগষ্ট গণহত্যার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজবিল্ডিং উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেলের সামনে এক পথসভায় মাধ্যমে শেষ হয়। শুক্রবার (৩১ জানুয়ারি)দুপুরে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই আগষ্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। কিন্তু বিচারের দীর্ঘসূত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করা দাবি জানান তিনি।
আরও পড়ুন<<>> রাজধানীতে শিবিরের গণমিছিল
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার পখসভার সভাপতিত্ব ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, স্থানীয় নেতা মকবুল আহমেদ, কামরুল হাসান, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ প্রমুখ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।