Apan Desh | আপন দেশ

বইমেলায় ‘শেখ হাসিনা ডাস্টবিন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় ‘শেখ হাসিনা ডাস্টবিন’

ছবি সংগৃহীত

অমর একুশে বইমেলায় পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ডাস্টবিন দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে ডাস্টবিনগুলো রাখা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতায় বাংলা অ্যাকাডেমি হস্তক্ষেপ করতে পারে না।’

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়। পরে তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও দেন।

ডাস্টবিনে ময়লা ফেলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শনিবার বাংলা অ্যাকাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোস্টেশনের একটি পিলারে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা হয়েছিল। ওই গ্রাফিতিতে জুতার মালাও পড়িয়েছিলেন শিক্ষার্থীরা। সে ছবিটিই প্রিন্ট করে ডাস্টবিনে লাগানো হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়