Apan Desh | আপন দেশ

আমরা তর্কে লিপ্ত থাকলে লাভবান হবে পলাতক স্বৈরাচার: তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি  

প্রকাশিত: ২০:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫

আমরা তর্কে লিপ্ত থাকলে লাভবান হবে পলাতক স্বৈরাচার: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি তর্কে লিপ্ত থাকি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর জনগণের কোনো ভোটারাধিকার ছিল না। ভোট দেয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেয়া হয়েছিল। কখনও অস্ত্র দিয়ে, কখনও ভোটারহীন নির্বাচন দেখেছি আমরা। শুধু তাই নয়, উন্নয়নের নামে লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোনো রকম জবাবদিহিতা না থাকায় দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে।

 আরও পড়ুন<<>> শিগগিরই ফিরবেন খালেদা জিয়া, দেশ ফিরেছেন চার চিকিৎসক

তিনি আরও বলেন, নির্বাচন অথবা বিচারব্যবস্থা-প্রত্যেকটি ব্যবস্থাকে পুনরায় পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রকাঠামোর এ পুনর্গঠন প্রক্রিয়া যত তাড়াতাড়ি শুরু করা যাবে,তত দ্রুত আমরা দেশকে উন্নত করতে পারব। জনগণের প্রত্যাশা অনুযায়ী একমাত্র বিএনপি দেশকে গড়ে তুলতে সক্ষম হবে।

জেলা বিএনপির আহবায়ক এম মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম প্রমুখ।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়