![রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে](https://www.dailyapandesh.com/media/imgAll/2021September/Sabek-Rail-Minister-sujon---2502031224.jpg)
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
পঞ্চগড়-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ড শুনানি শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাকে আদালতে তোলার পরে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সুজনকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয় শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে। সেখানে রিমান্ড শেষে সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল সাংবাদিকদের বলেন, আজকে যেহেতু আসামি পক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি এজন্য আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, তিনদিনের রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আদালতে তার জামিন আবেদন করা হবে।
গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে ১ ডিসেম্বর সকালে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।