ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলমীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের নয়। তাদের কাছে আমরাসহ পুরো জাতি চির ঋণী।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারকে সব কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেয়া উচিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমরা চাই না আমাদের আর কোনো ভাই পঙ্গু হোক। প্রত্যোকটি গণহত্যার বিচার কার্যকর করতে হবে। কোনো মহল জামায়াতের ধৈর্য্যের পরীক্ষা নিয়েন না, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ৯১ ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সবাই মর্যাদা পাবে এবং মানবিক বাংলাদেশ গঠন হবে। একটি সাম্য ও মানবিক দেশ না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নিব না।
এছাড়া ৫ই আগস্টের পরবর্তী সময়ে ফেনীতে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, শহীদরা কি অনিয়ম-চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছে। বর্তমানে যা শুনছি তা যদি সত্যি হয়, তাহলে এটি শহীদের রক্তের সঙ্গে বেইমানির সমান। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জামায়াত আমির আরও বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী শুরু থেকে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি।
অনুষ্ঠানে ফেনীর ছাত্র আন্দোলনে ১২ জন নিহতের পরিবার ও তিন শতাধিক আহতদের হাতে নগদ অনুদান তুলে দেন ডা. শফিকুর রহমান। এর আগে ফেনী সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকালে পরশুরামের বল্লামূখা বাঁধ পরিদর্শন করেন। এছাড়া ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।