Apan Desh | আপন দেশ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা অক্ষত রেখে মৌলিক রূপান্তর অসম্ভব: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা অক্ষত রেখে মৌলিক রূপান্তর অসম্ভব: আ স ম রব

জেএসডির স্থায়ী কমিটির সভা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা অক্ষত রেখে বা জোড়াতালি দিয়ে শাসন ক্ষমতার মৌলিক রূপান্তর অসম্ভব। 

তিনি বলেন, ফ্যাসিবাদকে পুরোপুলি ধ্বংস করতে হলে বিদ্যমান দমনমূলক ও কর্তৃত্বমূলক শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে।

শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন আ স ম রব। 

জেএসডি সভাপতি  আরও বলেন, দলকেন্দ্রিক শাসনব্যবস্থার বিপরীতে শ্রমভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করা গেলে বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব। রাষ্ট্রক্ষমতায় উৎপাদন ও বণ্টনে নাগরিকদের অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হবে। 

আ স ম রব বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে জাতীয় ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। 

এ সময় সভায় আরও বক্তব্য দেন, দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মিসেস তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির ও কামাল উদ্দিন পাটোয়ারী।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়