Apan Desh | আপন দেশ

প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারছে, সেটা হতে দেব না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারছে, সেটা হতে দেব না: রিজভী

ছবি: আপন দেশ

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারছে। সেটা হতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। প্রতিবিপ্লব উঁকি-ঝুঁকি মারছে, কিন্ত আমরা ঐক্যবদ্ধ; সেটা হতে দেয়া হবে না।

রিজভী বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। কারণ প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারছে। সেটা কোনোভাবেই হতে দেয়া হবে না। এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে-এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু এ সরকারকে ব্যর্থ হতে দেবো না।

বইটিতে প্রকাশ পেয়েছে জনাকাঙ্খা, ক্ষোভ ও শোষণের চিত্র

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব ও বসুন্ধরা গ্রুপের ডিএমডি কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনক হোসেন, চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির লেখক জি এম রাজিব হোসেন, অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক প্রমুখ।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়