Apan Desh | আপন দেশ

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: আপন দেশ

সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দুই শিক্ষার্থীর ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষার্থীরা হলেন মো. আল-আমিন হাওলাদার ও ইমা আক্তার। এর মধ্যে আল-আমিনকে শনিবার (০৮ ফেব্রুয়ারি) মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থসহায়তা দেয়া হয়েছে। ইমাকেও সোমবার (০৩ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় অর্থসহায়তা দেয়া হয়।

আল-আমিনে বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০৫  শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। আর ইমা আক্তারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

আর্থিক সংকটে ইমার মেডিকেলে লেখাপড়ার অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ওই খবর পেয়ে ইমার ভর্তি এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম শনিবার (০৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের পক্ষে বই-খাতা, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন। 

এ সময় আল-আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আল-আমিন।

 শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢামেক ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়