Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার ফাঁদে নয়, সাবধানে পা ফেলতে বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার ফাঁদে নয়, সাবধানে পা ফেলতে বললেন মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাদুবাদ জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্রের জবাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এটা কি ভাই…আমরা তো দেশের বাইরে ছিলাম। ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে...সেজন্য তাদেরকে (অন্তর্বতীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি। 

সাবধানতার সঙ্গে পা ফেলার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে.. আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিলো, সে রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমান অবতরণ করেছেন বিকেল ৪ টা ৫৮ মিনিটে। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। 

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান।

সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর  খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে ছিলো, তা সফল হয়েছে। 

আরও পড়ুন<<>> অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে চিকিৎসা হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।

জায়মা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ভালো, ভালো অভিজ্ঞতা।

দেশে পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে.. আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিলো, সে রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। 

মির্জা ফখরুল বলেন, একটা অন্ধকারকে দূর করতে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সে আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহবান জানাতে চাই। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, স্থিতিশীলতারক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়