Apan Desh | আপন দেশ

বনে জঙ্গলে না খুঁজে সরকারী দফতরের ডেভিল ধরুন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বনে জঙ্গলে না খুঁজে সরকারী দফতরের ডেভিল ধরুন: মির্জা আব্বাস

ছবি: আপন দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন ঠিক আছে। তবে বনে জঙ্গলে না খুঁজে সরকারী দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছেন। এরাই সরকারকে ভুল পথে পরিচালিত করছে।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবীর সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি দেড় যুগ ধরে মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। এতে কর্মীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এটি নতুন দাবি নয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মূগদা থানা বিএনপি আয়োজিত “রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করেছি। কিন্তু এখন কেউ স্থানীয় নির্বাচনের কথা বলছেন। তারা জানেন না, আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁকফোকর দিয়ে মাথা বের করবে। এটা একটি অশূভ চক্রান্ত।

এছাড়া তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সতর্ক থাকার আহবান জানান। কোনো ষড়যন্ত্র যাতে নির্বাচন বানচাল না করতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে ‘বলেন মির্জা আব্বাস’।

নগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা রোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার করা খুব জরুরি। এর মাধ্যমে তাদের অপরাজনীতি নির্মূল করা সম্ভব হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যেমন আফরোজা আব্বাস, হাবিবুর রশীদ হাবিব, শামছুল হুদা, ইউনূস মৃধা, হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়