Apan Desh | আপন দেশ

গাজা নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জামায়াতের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

গাজা নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জামায়াতের

সংগৃহীত ছবি

গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ হুমকির নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ হুমকিকে ‌‌‘অন্যায়, অনভিপ্রেত ও উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হামাস বন্দী বিনিময় স্থগিত করেছে। অথচ ট্রাম্প গাজাকে 'জাহান্নাম' বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার বক্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরও পড়ুন>>>চাঁদা দাবির অভিযোগে এবার জামায়াত রুকন বহিষ্কার

তিনি বলেন, ট্রাম্পকে এ ধরনের হুমকি দেয়া থেকে বিরত থাকতে হবে। ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করতে হবে। বিশ্বজুড়ে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানো হচ্ছে। হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ বিরতির চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরাইলিদের বাধ্য করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানাচ্ছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়