Apan Desh | আপন দেশ

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে বলেও জানান তিনি। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িতদের সদস্য করা যাবে না। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দলের মধ্যে অনেক স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। হাজার হাজার কর্মীর প্রয়োজন নেই, নিষ্ঠাবান ১০ জন কর্মী হলেই চলবে।

ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহবান জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, সামনে রোজা। আর এ রোজা ঘিরে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।

গত সরকারের সিন্ডিকেটে যারা এখনও রয়েছেন তাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি। দ্রব্যমূল্যের দাম বাড়লেও সরকার ধরছে না।

যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলিবর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধুমাত্র একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়